অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।বাগেরহাটের মোংলায় নিজ ঘরে আগুন দিয়ে তালাকৃত স্বামীকে ফাঁসানোর অভিযোগ ওঠেছে স্ত্রী লিমা বেগম, শ্যালক মোঃ মফিজুল শেখ ও মোঃ ফিরোজ শেখের বিরুদ্ধে। এ ঘটনায় মোংলা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করছেন ভুক্তভোগী স্বামী মোঃ মিজান মোল্ল্যা।
গত সোমবার (১১’নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২’টার দিকে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৬’নং ওয়ার্ডের দোয়ারীজারা এলাকায় এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
থানায় অভিযোগ ও স্থানীয়দের দেওয়া সূত্র মতে জানা যায়, তার স্ত্রী লিমা বেগম ও শ্যালক মোঃ মফিজুল শেখ দুশ্চরিত্রহীন প্রকৃতির মানুষ। লিমা বেগমের সাথে প্রায় ১০’বছর পূর্বে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান আছে। তাদের বিবাহের পর স্ত্রীর কথা মতন তার বাবার বাড়ীতে ঘর তৈরী করে বসবাস করতেন ভুক্তভোগী মোঃ মিজান মোল্ল্যা। বিয়ের ১’বছর যেতেই না যেতে তার স্ত্রী লিমা বেগম পরকিয়া প্রেমে আসক্ত হয় এবং সেই থেকে তার সাথে বিভিন্ন ধরনের দুর্ব্যবহার শুরু করেন ভুক্তভোগী মোঃ মিজান মোল্ল্যা সাথে। তিনি শাসন করলে উত্তেজিত হয়ে উশৃঙ্খলা বেপরোয়া ভাবের চলাফেরা করতেন এবং তিনি বাঁধা দিলে তার সংসারে থাকবে না বলে প্রায়ই হুমকি দিতেন। এ ব্যাপারে তার শ্যালক মোঃ মফিজুল শেখ’সহ তার শ্বাশুরীর কাছে বললে তারাও কোনো প্রতিবাদ বা কোনো প্রতিকার করে না। গত ই-১০/১০/২০২৫ তারিখ ভুক্তভোগী মোঃ মিজান মোল্ল্যা বাসাতে না থাকার সুযোগে তার শ্যালক মোঃ মফিজুল শেখের সহযোগীতায় আমার স্ত্রীর লিমা বেগমের কাছে থাকা তার মৎস্য ঘের বেচা নগদ ৮০,০০০/-(আশি হাজার) টাকা, তার ব্যবহৃত স্বর্ণের অলংকার ও জামা কাপড় নিয়া তার অবুঝ ছেলেকে রেখে ৩’নং বিবাদী মোঃ ফিরোজ শেখের সাথে চট্টগ্রামে পালিয়ে যায় এবং বর্তমানে তারা একই সাথে থাকেন। এবং তার স্ত্রী লিমা বেগমকে ফিরে আনার জন্য স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে চেষ্টা করেন এবং তার ছেলেকে নিয়ে ভুক্তভোগী মোঃ মিজান মোল্ল্যা বাড়ীতে চলে আসেন।
তিনি বহুবার তার স্ত্রী লিমা বেগমের সাথে যোগাযোগ করেন এবং তাকে ফিরে আসতে বললে সে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বা বলেন তোকে তালাক দিয়েছি এবং আমি তোর ঘর সংসার করবো না, এবং আমাকে বিরক্ত করলে তোর নামে মামলা দিব বলে হুমকি দেয়। এমতাবস্থায় গত মঙ্গলবার (১২’নভেম্বর) সকালে তিনি স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন যে, তার শ্বশুর বাড়ীতে থাকা তার তৈরী করা বসত ঘরটিতে আগুন লেগে পুড়ে গেছে। তার শ্বশুর বাড়ী থেকে আসার পর তার বসত ঘরে তার শ্যালক মোঃ মফিজুল শেখ দখল করে বসবাস করতেন এবং তার ধারনামতে তার স্ত্রী লিমা বেগম ও শ্যালক মোঃ মফিজুল শেখ ইচ্ছাকৃত ভাবে তার তৈরীকৃত বসত ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন এবং ভুক্তভোগী মোঃ মিজান মোল্ল্যার নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন।
এ ব্যাপারে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, এ বিষয়ে আমরা উভয় পক্ষের কাছ থেকে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যে দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।