অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।বাগেরহাটের মোংলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ডিসেম্বর) বিকালে মোংলা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ – সংগঠনের আয়োজনে মিঠাখালী বাজার প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এছাড়াও মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্না হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু হোসেন পনি ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক’সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ দোয়া মাহফিলে বক্তারা বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশের জন্য অবদান, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং তার দ্রুত সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন।শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।