আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত এমপি প্রার্থী মোল্লা মজিবর রহমান শামীমের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় মোল্লা মজিবর রহমান শামীম সাংবাদিকদের সাথে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তার রাজনৈতিক আদর্শ এবং নির্বাচনী পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থে ন্যায় ও সততার ওপর ভিত্তি করে রাজনীতি পরিচালনা করতেই আমি আসছি। আমি বিশ্বাস করি, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা সমাজব্যবস্থা দেশকে এগিয়ে নেবে।তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। শামীম বলেন, আমাদের লক্ষ্য হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা এবং তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা।
স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যার কথা তুলে ধরেন, যেগুলো তারা স্থানীয় পর্যায়ে দেখছেন। তারা নিশ্চিত করেন যে, সাংবাদিকদের কাজ হলো জনগণের পক্ষে সাধারণ মানুষের বিষয়গুলোকে তুলে ধরা।সভা শেষে মোল্লা মজিবর রহমান শামীম গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন এবং ধন্যবাদ জানান।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট উপজেলার সভাপতি মাওলানা নিজামুদ্দিন। যুব আন্দোলনের সভাপতি শেখ সোহেল আহমেদ সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহ-সভাপতি মুফতি জাকির আশরাফি, হাফেজ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ আবুল বাশার, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি রফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ফকির নুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এস এম বাদলসহ মোল্লাহাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।