আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে আজ ভোর ৬টা থেকে যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অংশ নিয়েছে থানা পুলিশ, এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) এবং হাইওয়ে পুলিশের বিশেষ ইউনিট।
সোমবার (১৭ নভেম্বর) ভোর থেকেই মোল্লাহাট সেতুকে কেন্দ্র করে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। হঠাৎ করে চালানো এই অভিযানে সেতুর দুই প্রান্তে চেকপোস্ট বসানো হয় এবং প্রতিটি গাড়ি ও মোটরসাইকেল ব্যাপক তল্লাশির আওতায় আনা হয়। পাশাপাশি সন্দেহজনক পথচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়।
যৌথবাহিনীর সদস্যরা জানান, সম্প্রতি বিভিন্ন এলাকা থেকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির গোপন তৎপরতার খবর পাওয়া যায়। এ ধরনের যেকোনো নাশকতা প্রতিরোধে আগাম সতর্কতা হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে। তারা আরও জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।
এপিবিএন ও হাইওয়ে পুলিশের সদস্যরা সেতুর প্রবেশমুখ, নিকটবর্তী বাজার এলাকা, এবং সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন। এ সময় যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন পরিবহনের কাগজপত্র পরীক্ষা করা হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর থেকে এমন তৎপরতা এলাকায় নিরাপত্তার পরিবেশ আরও সুদৃঢ় করেছে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক জানান, এ অভিযান চলমান থাকবে এবং প্রয়োজনে পরিধি আরও বাড়ানো হবে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।স্থানীয় বাসিন্দারা যৌথবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে এতে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।