আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে কাহালপুর হাড়িদাহ ফুটবল খেলার মাঠ ভুমিদস্যুদের থেকে দখল মুক্তের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাজারো স্থানীয় বাসিন্দা, স্কুলের ছাত্রছাত্রী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ থেকে বেরিয়ে শ্লোগান দিতে দিতে সদরের প্রধান সড়ক উপজেলা চত্বরে গিয়ে এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে প্রায় ১ হাজারেরও বেশি মানুষ সংহতি প্রকাশ করেন। অবৈধ দখলবাজি-চলবে না, চলবে না, শিশু কিশোরের খেলার মাঠ-ফিরে দাও, দিতে হবে সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, সম্প্রতি এলাকার ভুমিদস্যু নজরুল গং খেলার মাঠের একটি অংশ দখল করে বসত ঘর নির্মাণ করেছে, এবং মাঠের সম্পুর্ন জমি দখলের পাঁয়তারা করছে। যার ফলে শিশুদের খেলার সুযোগ হ্রাস পাচ্ছে। স্থানীয় জনগণ এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা চাই এই ভুমিদস্যু, দখলকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং আমাদের প্রিয় মাঠকে ফিরিয়ে দেওয়া হোক।
মানববন্ধনে বক্তারা বলেন ১৯৫০ সন থেকে এটি ছিল খেলার মাঠ যা ১৯৬২ সনে কাহালপুর হাড়িদাহ ফুটবল মাঠের নামে রেকর্ড হয়। সেই থেকে মাঠটি আমাদের একটি ঐতিহ্যবাহী ফুটবল মাঠ। এটি কেবল অবকাশ কাটানোর স্থান নয়, বরং আমাদের শিশু কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন যে, সরকারী জমি সংক্রান্ত বিষয়ে উপজেলা প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে। খেলার মাঠের অবকাঠামো রক্ষা এবং কেউ যদি অবৈধভাবে সরকারী জমি দখল করে থাকে তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন,আমরা চাই আমাদের সন্তানরা নিরাপদে খেলার সুযোগ পাক। খেলার মাঠ আমাদের সাংস্কৃতিক ও শারীরিক উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। বৃহত্তর জনগণের এই আন্দোলন স্থানীয় প্রশাসনের কাছে একটি পরিষ্কার বার্তা প্রদান করেছে যে খেলার মাঠ রক্ষার জন্য স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন তেঁতুলবাড়ি এম এম ওবায়দুর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব শেখ শরিফুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাশেম কালিম, মোল্লাহাট উপজেলার এন সিপি সভাপতি ফয়সাল রহমান, মাঠ কমিটির সভাপতি বনি আমিন মোল্লা, হাড়িদা ওয়ার্ল্ড বিএনপি’র সভাপতি সুবহান ফকির, বিএনপি নেতা বরকতউল্লাহ, মুজাহিদুর রহমান, মোল্লারকুল ওয়ার্ড বিএনপি নেতা শওকত মোল্লা, ইউনিয়ন বিএনপি নেতা রমজান মোল্লা। ইউপি সদস্য আয়ুব আলি মোল্লা, কামরুজ্জামান মোল্লা, হারিদার সাবেক মেম্বার মোহাম্মদ আলী, সেখ ইদ্রিস আলী, খলিলুর রহমান মোল্লা, জিকরুল শেখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।