মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর-৬ কেশবপুর আসনে দীর্ঘদিন দলের জন্য ত্যাগী নেতা আবুল হোসেন আজাদ অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন। ২৮ বছরের উপজেলা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজাদ আগেও তিনবার দলীয় মনোনয়ন পেয়ে প্রার্থী হয়েছেন, তবে ভোট ডাকাতি ও ভোটার হুমকির কারণে জনগণের ম্যান্ডেট থেকে বঞ্চিত হন।
আগে মনোনয়ন না পেয়ে বিএনপির নেতাকর্মী ও কেশবপুরবাসী হতাশায় ছিলেন। প্রথমে মনোনয়ন দেওয়া হয়েছিল সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে, যিনি ঢাকায় অবস্থান করলেও কেশবপুরে মানুষের কল্যাণে কোনো অবদান রাখেননি বলে স্থানীয়রা অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটি বিষয়টি বিবেচনা করে ২৪ ডিসেম্বর আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেন। মনোনয়ন পাওয়ার খবরে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উজ্জীবন ফিরে এসেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।