মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর শহরের নীলগঞ্জ সাহাপাড়া মোড়ে নবাব মার্কেটের নবাব স্টোরে আজ শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকান ও সংলগ্ন গুদামের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।ব্যবসায়ী হাসিব ইমাম লালুর হিসাবে, অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
তিনি জানান, সকালে ঘুম থেকে উঠে দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে পাঁচটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দোকান ও গুদামে রাখা মুদি ও মনোহরী সামগ্রী সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়।হতাশ লালু বলেন, দোকান আর গুদামে তিন কোটি টাকার বেশি মালামাল ছিল। সব শেষ হয়ে গেছে।
এখন ব্যাংক লোন কীভাবে শোধ করবো, চিন্তায় আছি।অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।