মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইচেষ্টার অভিযোগে এক নারীকে আটক করেছে জনতা। রোববার (২৪ আগস্ট) সকাল ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।আটককৃত নারীর নাম শেফালী (৩০)। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতেন গ্রামের বাসিন্দা।পুলিশ জানায়, শেফালী শনিবার রাতে ট্রেনে করে হবিগঞ্জ থেকে যশোরে আসেন। রোববার সকালে সদর হাসপাতালে রোগী দেখতে গিয়ে আরবপুর এলাকার নাসিমা খাতুনের (৪৪) গলা থেকে স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
নাসিমার চিৎকারে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শেফালী কে আটক করে। পরে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের সহায়তায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
যশোর কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।