মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সিটি প্লাজার সামনে অবস্থিত ভোলানাথ স্টোরে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান অভিযান কালে দোকানটিতে পানে ব্যবহৃত ক্ষতিকর চুটিপুটি বিক্রি হতে দেখা যায়।
এ কারণে দোকানটির মালিক অরবিন্দকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।এরপর একই সড়কের এস ডি স্টোরে অভিযান চালানো হয়। সেখানে ক্ষতিকর রঙ মেশানো এবং ভাজা হয়নি এমন শিশু খাদ্য চিপস মজুত পাওয়া গেলে দোকানটির মালিক জগদীশ পালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য দুই দোকান থেকেই জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে থাকা কর্মকর্তারা।অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা জানান, ভোক্তার স্বাস্থ্য সু রক্ষায় নকল, ভেজাল ও ক্ষতিকর উপকরণে তৈরি খাদ্যপণ্য বিক্রির বিরুদ্ধে বাজারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।