মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের কচুয়ায় গভীর রাতে গরু চুরির চেষ্টার সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে গুরুতর আহত হয়েছে এক চোরাকারবারি। এ সময় ক্ষুব্ধ জনতা চোরদের ফেলে যাওয়া গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ এসে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
ঘটনাটি ঘটেছে আজ, বুধবার রাত ৩টার সময় যশোরের কচুয়া ইউনিয়নের রায়মানিক গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ গরু চোরের একটি দল রায়মানিক গ্রামের বাহারুল ইসলাম (৪৫) এবং পলাশ (২৪)-এর বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। শেষ রাতে তারা গোয়াল ঘর থেকে গরু চুরি করে ট্রাকে তোলার চেষ্টা করছিল। এ সময় বাড়ির লোকজন ও স্থানীয়রা বিষয়টি টের পেলে চোরদের সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়।এই সংঘর্ষের মধ্যেই চোর দলের সদস্য হাসান (২২) জনতার হাতে ধরা পড়ে। সুযোগ বুঝে অন্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হাতেনাতে ধরা পড়া ওই চোরাকারবারিকে বিক্ষিপ্ত জনতা গণপিটুনি দেয়। একইসঙ্গে তারা চোরদের ফেলে যাওয়া যানবাহনেও আগুন ধরিয়ে দেয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের একটি দল। পুলিশ জনরোষ থেকে হাসানকে উদ্ধার করে দ্রুত সকালে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে পুলিশি প্রহরায় হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।এদিকে, চোরদের সঙ্গে সংঘর্ষে আহত ভুক্তভোগী পলাশও একই হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।আহত চোর হাসান খুলনা জেলার আড়ংঘাটা থানার বকুলতলা গ্রামের বাসিন্দা আজিদের ছেলে।এ বিষয়ে যশোর যশোর কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, গণপিটুনিতে আহত চোরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।