মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর শহরের মুড়লী মোড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত (১৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু সজীব (২৫)।
নিহত আরাফাত শহর তলীর হামিদপুরের মৃত হারেজ আলীর ছেলে৷ আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে আরাফাত ও সজীব একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলে করে মুড়লি এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে বকচরএল মার্কেটের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে দু’জনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের যশোর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সজীব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।