মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখেই দেশের কল্যাণে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, ‘শহীদ জিয়া আমাদের শিখিয়েছেন ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। তিনি সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে আমৃত্যু দেশের মাটি ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে গেছেন। আজ আমরা সেই কালজয়ী আদর্শের পতাকাতলেই ঐক্যবদ্ধ।বুধবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) বেলা ১১টায় বিজয় দিবস উপলক্ষে যশোর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে ভৈরব নদে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় বিরামপুরের ভৈরব নেদের পাড়ে।অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, জনগণের পূর্ণ অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথেই থাকবে। বিজয় ছিনিয়ে নিয়ে তবেই ঘরে ফিরবে নেতাকর্মীরা ইনশাআল্লাহ।তিনি যশোরের সাবেক বিএনপি নেতা মরহুম তরিকুল ইসলামের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘তরিকুল ইসলাম শহীদ জিয়ার আদর্শ যশোরের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন।
তাঁর বলিষ্ঠ নেতৃত্বে যশোর জাতীয়তাবাদের অভেদ্য দুর্গে পরিণত হয়েছিল। আজ তাঁর উত্তরসূরিরা সেই চেতনাকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে।’গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যশোরের বিএনপি নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ আন্দোলনে জেল-জুলুম ও চরম সংকটের মধ্যেও কেউ পিছু হটেনি।
এই লড়াইয়ে যশোরে বিএনপির ৬৮ জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন। তাঁদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না।তিনি বলেন, ‘আমরা এখন বিজয়ের দ্বারপ্রান্তে। তবে চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত বিশ্রামের সুযোগ নেই। যশোরের প্রতিটি নেতাকর্মী অতীতেও মাঠে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।’জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন।
কর্মসূচিতে জেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় চার মণ মাছের পোনা ভৈরব নদে অবমুক্ত করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।