মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা সাদৃশ্য কাঁচের বোতল এবং বেশ কিছু ধারালো অস্ত্রসহ যুবদল নেতা মাসুদ আল রানাকে আটক করেছে পুলিশ। আটক রানা যশোর শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান খাঁন জানান, মঙ্গলবার ভোরে গোপন সূত্রে খবর পান যে যুবদল নেতা রানার বাড়িতে বিস্ফোরক ও অস্ত্র মজুত রাখা রয়েছে। খবরের ভিত্তিতে সকাল ছয়টার দিকে অভিযান চালিয়ে রানাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে বাড়ির উঠানের পাশে রান্নাঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা সাদৃশ্য কাঁচের বোতল, একটি ছোরা এবং দুটি হাসুয়া উদ্ধার করা হয়।এসআই আনিছুর রহমান আরও বলেন, উদ্ধার করা বস্তু ও অস্ত্রগুলো আসামির কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রানাকে আদালতে পাঠানো হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।