মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর রাজারহাট বাজার এলাকায় এক যুবককে ছুরি মেরে হত্যার চেষ্টা চালিয়েছেন দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বিকে সিটি ইউনিক ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের সামনে।আহত যুবকের পরিচয় জানা যায় শহীদ হোসেন (২৮), ঐ এলাকার নুর ইসলাম ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে আজ যশোর রাজারহাট বাজার এলাকার ইসরাফিল (২৫) পিতা শওকত, ধোপাপাড়া বাসিন্দা ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জন সঙ্গবদ্ধভাবে ঐ যুবক কে বাড়ির সামনে একা পেয়ে উপর্যুপরি চাকু দিয়ে পেট, মাজা এবং পিঠের চারটি স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
পরের স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এসে আহত শহীদ হোসেনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের নির্দেশ দেন বর্তমান এ ঘটনায় ঐ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।