মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর শহরের রেলগেট তেঁতুলতলা এলাকার তানজীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছরের এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, যশোর পৌরসভার ৯নং ওয়ার্ডের নাজির শংকরপুর মধ্যপাড়ার রাসেল আহম্মেদ তার ছেলে রাইয়ানকে (৭) দুই বছর আগে তানজীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসায় ভর্তি করান। ক্লাস চলাকালে মাদরাসার শিক্ষক আবদুস সামী শিশুটিকে ডেকে ক্লাসরুম থেকে বের করে আনেন এবং অন্য শিক্ষার্থীদের সামনেই জোরে টান দিয়ে আছাড় মারেন। এতে রাইয়ানের বাম হাতের কনুইয়ের হাড় চটে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, ওই শিক্ষক পরে শিশুটিকে জোর করে মাদরাসার চতুর্থ তলায় নিজ কক্ষে নিয়ে গিয়ে হাত বেঁধে র্যাকেট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেদম মারধর করেন। এতে তার শরীরে নীলচে ফোলা দাগ ও মারাত্মক জখম হয়।
জানা গেছ, ঘটনার পর মাদরাসার অন্যান্য শিক্ষকরা বিষয়টি প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সাইফুলকে জানালে তিনি আহত শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে দুপুরে শিশুর বাবা রাসেল আহম্মেদকে ফোনে বিষয়টি জানানো হয়। হাসপাতালে গিয়ে তিনি ছেলের হাতে ব্যান্ডেজ করা অবস্থায় দেখতে পান।শিশুর বাবা রাসেল আহম্মেদ জানান, ‘ছেলের কাছ থেকে এবং মাদরাসার অন্যান্য ছাত্র-শিক্ষকের কাছ থেকে পুরো ঘটনা জেনে আমি থানায় অভিযোগ করেছি। ভিডিও ফুটেজে ঘটনাটি প্রমাণ করা সম্ভব।এ বিষয়ে যশোর কোতোয়ালী মডেল থানার ওসি আবুল হাসনাত কোনো বক্তব্য দিতে রাজি হননি অভিযুক্ত শিক্ষক আবদুস সামী অতীতেও একাধিক ছাত্রকে মারধর করার অভিযোগ থাকলেও, প্রধান শিক্ষক সাইফুল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ আছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।