মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের আরেকটি সফল অভিযানে দুই কোটি ১১ লাখ টাকার স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার ভোর ৫টা ৩০ মিনিটে সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহজনক দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিতে তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পাওয়া যায় ১ দশমিক ১৬৪ কেজি ওজনের ১০টি স্বর্ণের বার। যার বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকার বেশি। এ ছাড়াও উদ্ধার করা হয়েছে তিনটি মোবাইল ফোন, একটি ইয়ারবাড, একটি পাওয়ার ব্যাংক এবং নগদ টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে দুই কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহ জেলার পান্তাপাড়া উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১) প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার বৃদ্ধি পেয়েছে।
এ ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।তিনি আরও জানান, আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।