খুলনার খবর।।রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং একটি আট চেম্বারের রিভলভার উদ্ধার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
শ্যামপুর মডেল থানার পশ্চিম জুরাইন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ২৭ সেপ্টেম্বর (শনিবার) এ তথ্য জানানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানার একটি বিশেষ দল সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করতে গিয়ে গতকাল ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) শ্যামপুর মডেল থানার পশ্চিম জুরাইনের তুলা বাগিচা এলাকায় পাঁচ তলা একটি ভবনের ছাদে কবুতরের খাবার রাখার একটি ড্রামের ভেতর থেকে এসব অস্ত্রগুলো উদ্ধার করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।