নড়াইল প্রতিনিধি।।নড়াইলের লোহাগড়া উপজেলায় সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) সকালে একটি শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলার পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাছুম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ।
প্রধান অতিথি বলেন, দেশীয় প্রজাতির মাছ আজ প্রায়ই বিলুপ্তির পথে আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমানে মাছ লাভজনক পন্য। এখানে যারা আছেন অধিকাংশ মৎস্যচাষী। মাছ চাষের ব্যাপারে কোন প্রকার সহযোগিতা ও পরামর্শ দরকার হলে মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের জন্য সজাগ থাকবেন।
এসময় আরো বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আকতার প্রমুখ। পরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।