মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।ব্যাংকের ঋণখেলাপ রয়েছে-টিএস আইয়ুবেরশেষ মূহুর্তে যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের বিএনপির মনোনয়ন পেয়েছেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান।
এর আগে এ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছিল বাঘারপাড়া উপজেলা বিএনপির কেন্দ্রীয় নেতা টিএস আইয়ুবকে। শুধু তাই নয়, গত ২৩ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ও তার ছেলে ফারহান সাজিদ মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে বৃহস্পতিবার রাতে প্রার্থী পরিবর্তনের খবর আসে।এ বিষয়ে অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান বলেন, রাত ১২টার দিকে তাকে কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা হয়েছিল।
পরে অফিসে কর্মরত বেলায়েত হোসেন মনোনয়নপত্র ও অঙ্গিকারনামা হাতে দিয়েছেন। তবে শেষ মূহুর্তে পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, মূলত যতটুকু জানতে পেরেছি, টিএস আইয়ুব সাহেবের ব্যাংকের ঋণখেলাপ রয়েছে। এ কারণে নির্বাচনে প্রার্থী হতে বাধা রয়েছে। এজন্য প্রার্থী পরিবর্তন করা হতে পারে বলে মনে করেন ফারাজি মতিয়ার রহমান।এ বিষয়ে জানতে গণমাধ্যমের কর্মীরা একাধিকবার টিএস আইয়ুবের মোবাইলে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।এদিকে, এর আগে বিএনপির মনোনয়ন পাওয়ার চূড়ান্ত চিঠি পান টিএস আইয়ুব, যা ফেসবুকে ছড়িয়ে পড়ে। অন্যদিকে বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে ফারাজি মতিয়ার রহমানের চিঠিও ফেসবুকে প্রকাশ পেতে থাকে। বিষয়টি নিয়ে ধ্রুবজাল সৃষ্টি হয়।
শেষমেষ মতিয়ার রহমান বিষয়টি ক্লিয়ার করেন। তবে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বা তার ঘনিষ্টজনদের সঙ্গে যোগাযোগ করেও এ বিষয়ে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।