ফাহাদ হোসেন,মোরেলগঞ্জ (বাগেরহাট)।।ঠান্ডাজনিত রোগীদের চিকিৎসা নিশ্চিত করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সতীব্র ঠাণ্ডা ও গত তিন দিনের হিমশীতল শৈত্যপ্রবাহে বাগেরহাটের মোরেলগঞ্জে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠাণ্ডাজনিত শ্বাসকষ্ট, জ্বর, কাশি, ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশু ও বৃদ্ধরা।
২৭ ডিসেম্বর ( শনিবার) উপজেলার সূর্যের দেখা মিলেছে দুপুর ১২ টার পরবর্তী সময়ে। পানগুছি নদীতে ফেরি চলাচল বন্ধ ছিল এ কারনে নদীর দুপাশে তীব্র জানজট। সকাল ১০ টার পরে ফেরি চলাচল হতে দেখা যায়,ফলে জনদুর্ভোগ সৃস্টি হয়। এদিকে উপজেলার নদী তীরবর্তী গ্রামে শীত থেকে রক্ষা পেতে অনেক মানুষ খড়কুটো ও কাঠ জ্বালিয়ে রাস্তার পাশে বা খোলা স্থানে আগুন পোহাচ্ছেন। বিশেষ করে নিম্নআয়ের মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীরা চরম দুর্ভোগে পড়েছেন। তীব্র শীতের কারণে অনেকেই কাজের সন্ধানে ঘর থেকে বের হতে পারছেন না, ফলে তাদের আয়-রোজগার কার্যত বন্ধ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের জন্য দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, শীতবস্ত্র ও অন্যান্য সহায়তা না পেলে নিম্নআয়ের মানুষের কষ্ট আরও বাড়বে।প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বয়স্করা। শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কামাল হোসেন মুফতি জানান, চর্মরোগ, ডায়রিয়া ও ঠান্ডাজনিত নানা সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালে রোগীদের জন্য পর্যাপ্ত ঔষধ সরবরাহ রয়েছে, তবে তিনি আশ্বস্ত করেছেন যে, রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।