 
							
							 
                    আল-হুদা মালী শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি।।বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
শনিবার (৬ সেপ্টেম্বর) দিন ব্যাপী শ্যামনগর উপজেলার বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল স্থানে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট তুলে দেন জাসাস নেতাকর্মীরা। এসময় তারা সরকারের দমন-পীড়ন, দুর্নীতি ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং নতুন রাষ্ট্র বিনির্মাণে বিএনপির প্রস্তাবিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহপ্রচার সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য ও সাতক্ষীরা -৪ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল কাদির (টাইগার সোহেল), সাতক্ষীরা জেলা জাসাস এর সদস্য সচিব ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম, কাজল মিয়া, রেজা সেলিম, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা ছাত্রদলের নব কমিটির আহবায়ক আমিনুর রহমান, শ্যামনগর উপজেলা জাসাস এর আহবায়ক করিম গাজি, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম , সালমান রাফিদ, নূর হোসেন , আল আজিম, আরমান মালিক, মেহেদী হাসান সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেত্রীবৃন্দ।তারা জানান, “এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণকে জানাতে চাই, কেমন একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়তে চায় বিএনপি।”
স্থানীয় জনগণ লিফলেট হাতে নিয়ে তা মনোযোগ দিয়ে পড়েন এবং কেউ কেউ নেতাকর্মীদের কাছ থেকে ৩১ দফা সম্পর্কে বিস্তারিত জানতে চান।
জাসাস নেতারা জানান, পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়েও এই লিফলেট বিতরণ কর্মসূচি চলবে। গণতান্ত্রিক আন্দোলন ও সংস্কৃতি চর্চার অংশ হিসেবেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।