খুলনার খবর।।খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) শুধু একটি দিবস নয়, এটি মুসলিম উম্মাহর জন্য রহমত, শিক্ষা ও অনুকরণীয় আদর্শের স্মরণ দিবস। ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। মুসলিম জাহানের জন্য এ দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্ম ও ওফাত দিবস। মহানবী (সাঃ) মানবজাতির জন্য রহমত হয়ে এসেছিলেন।
তাঁর শিক্ষা ও আদর্শে শান্তি, সহমর্মিতা, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার বার্তা রয়েছে। মুসলিম উম্মাহ যদি তাঁর জীবনাদর্শকে অনুসরণ করে তবে সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। তারা আরো বলেন, আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে যে আমরা হযরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে নৈতিক ও মানবিক সমাজ গড়ে তুলব।
শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে খুলনা মহানগর বিএনপি’র আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, ঈদে মিলাদুন্নবী দিনটি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দুনিয়ায় আগমনের আনন্দ ও তার জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে উদযাপন করা হয়। যিনি মানবজাতিকে পরিশোধন করেন। সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন ও কাজের কথা শিক্ষা দেন। পৃথিবীতে সৃষ্টির সেরা মানব বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আগমন দিবস মর্যাদাবান, গুরুত্ববহ এবং আনন্দের। তিনি সারাবিশ্বের জন্য রহমত স্বরুপ। আমাদের জন্য আলাহর পক্ষ থেকে সব থেকে বড় উপহার। আলাহ তাকে দিয়েছেন মহিমান্বিত মর্যাদা। হযরত মুহম্মদ (সাঃ) এর আবির্ভাব ছিল একটি আলোকিত বিস্ময়। মানবজাতি তার আগমনে নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভসহ জগতের সমস্ত অন্যায়-অবিচার, কুসংস্কার, নিপীড়ন-নির্যাতন এবং বৈষম্যের ঘোর অন্ধকার যুগ থেকে নি®কৃতি লাভের সন্ধান পায়। সেজন্যই তিনি হয়েছেন মানবতার মুক্তির দিশারী।
মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাবেক যুগ্ম-আহবায়ক রেহানা ঈসা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। থানা সভাপতি কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাসসহ, থানা ওয়ার্ড বিএনপি’র, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।